বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের রংপুর শাখার উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০৬:২৭ পিএম
রংপুরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ১৬তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
১৫ জানুয়ারি ২০২৩, রোববার এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এসময় ব্যাংকের অন্যান্য পরিচালকবৃন্দ এবং এফবিসিসিআই এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক-শুভানুধ্যায়ীগণ, বিশিষ্ট ব্যবসায়ি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।