Logo
Logo
×

কর্পোরেট নিউজ

জেসিআই ঢাকা ফাউন্ডারসের যাত্রা শুরু

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ১০:৫৩ পিএম

জেসিআই ঢাকা ফাউন্ডারসের যাত্রা শুরু

তরুণ পেশাজীবীদের স্বপ্নপূরণে যাত্রা শুরু করলো জেসিআই ঢাকা ফাউন্ডার্স।

শনিবার এক বর্ণিল অনুষ্ঠানে এই নতুন চ্যাপ্টারের ঘোষণা দেওয়া হয় এবং নতুন কমিটি ঘোষণা করা হয়।

চ্যাপ্টার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সফল তথ্য প্রযুক্তি উদ্যোক্তা এম আসিফ রহমান। এছাড়াও নতুন এই কমিটিতে রয়েছে একঝাঁক দক্ষ এবং তরুণ  উদ্যোক্তা।

অনুষ্ঠানে নবনিযুক্ত লোকাল প্রেসিডেন্টের কাছে চেইন প্রদান এবং নতুন কমিটির সব সদস্যকে শপথবাক্য পাঠ করানো হয়।

নতুন লোকাল প্রেসিডেন্ট এম আসিফ রহমান বলেন, তরুণ উদ্যোক্তাদের মাঝে নেটওয়ার্কিং, নেতৃত্বের গুনাবলীসহ দরকারী উন্নয়নের পাশাপাশি জেসিআই’র পরিচিতি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের চ্যাপ্টারটি বিশেষভাবে কাজ করবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি রাসেল টি আহমেদ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট মো. জিয়াউল হক ভুইয়া, জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আলতামিশ নাবিলসহ আরও অনেক জেসিআই নেতারা। 

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত।

বিশ্বব্যাপী ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে জেসিআই এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই’র ৩০টির অধিক লোকাল চ্যাপ্টার কাজ করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম