Logo
Logo
×

কর্পোরেট নিউজ

বাউয়েট ক্যাম্পাসে ‘অটোমেশন এন্ড রোবটিক্সের’ শীর্ষক কর্মশালা

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৬:০৯ পিএম

বাউয়েট ক্যাম্পাসে ‘অটোমেশন এন্ড রোবটিক্সের’ শীর্ষক কর্মশালা

বাউয়েট, কাদিরাবাদ নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী “অটোমেশন এন্ড রোবোটিক্স” শীর্ষক ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে।

গত শনিবার ১৪ জানুয়ারি ২০২৩ তারিখে বাউয়েট অটোমেশন এন্ড রোবোটিক্স ক্লাব এবং আই ট্রিপল ই বাউয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ এর সহযোগিতায় আয়োজিত ওয়ার্কশপ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল (অব.)। প্রধান অতিথি বলেন, ‘অটোমেশন ও রোবটিক্সের নিয়ে নতুন নতুন আবিস্কারের জন্য সবাইকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।’ তিনি ওয়ার্কশপ আয়োজনের জন্য ক্লাবের সভাপতিসহ সকল সদস্যদের ধন্যবাদ জানান। 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. কাজী খায়রুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) মেজর মোঃ আব্দুল হামিদ (অব.), ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আশরাফুল ইসলাম, শিক্ষকমন্ডলি এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে রোবোটিক্স ক্লাবের প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী খায়রুল ইসলাম ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। 

দুইদিন ব্যাপী ওয়ার্কশপে বেইসিক অটোমেশন প্রোগ্রামিং, মোটর ইন্টারফেইস, সেন্সর ইন্টারফেইস, ইন্ট্রোডাক্শন টু রোবটিক্সের সেশনগুলো পরিচালনা করেন- রুয়েট রোবটিক্সের সোসাইটির প্রেসিডেন্ট মোঃ মাহফুজ রায়হান, অর্গানাইজিং সেক্রেটারি মোঃ জুনাইদ, টেকনিক্যাল সেক্রেটারি আরিফুর রহমান অনিক এবং টেকনিক্যাল কোঅর্ডিনেটর মেহেদি হাসান মৃদুল প্রমূখ। ওয়ার্কশপে বিশ^বিদ্যালয়ের পাঁচটি ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩০ জন শিক্ষার্থী নিবন্ধন করে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির সমন্বয় করেন ইইই বিভাগের প্রভাষক তারিক বিন আব্দুল আকিব এবং সঞ্চালনা করেন ইইই বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া নওশিন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র এবং প্রশিক্ষকদের ক্রেস্ট প্রদান করেন। 

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী “অটোমেশন এন্ড রোবোটিক্স” শীর্ষক ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র এবং প্রশিক্ষকদের ক্রেস্ট প্রদান করেন
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম