Logo
Logo
×

কর্পোরেট নিউজ

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের করোনা বিষয়ক কমিটির সংবর্ধনা

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৮:০৩ পিএম

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের করোনা বিষয়ক কমিটির সংবর্ধনা

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন কর্তৃক আয়োজিত কোভিড-১৯, ২০২৩ বিষয়ক সেমিনার ও নতুন নির্বাচিত কার্যকারী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহ। আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সদ্য চিকিৎসা বিষয়ে পদকপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের সিনিয়র চিকিৎসকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সম্মানিত সভাপতি অধ্যাপক মো. টিটু মিয়া ও উপস্থিত ছিলেন সম্মানিত মহাসচিব অধ্যাপক মো. আহমেদুল কবির।

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রথমবক্তা ছিলেন সহযোগী অধ্যাপক রনজিৎ সেন চৌধুরী ও দ্বিতীয় বক্তা ছিলেন অধ্যাপক সোহেল মাহমুদ আরাফাত। দুজন বক্তাই কোভিড-১৯ এর নতুন ধরণ এবং নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এর বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. সৈয়দ গোলাম মোগনি মাওলা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সোসাইটি অব মেডিসিনের নতুন নির্বাচিত কার্যকারী কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানটি  যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম-সম্পাদক ডা. গোবিন্দ চন্দ্র বনিক এবং যুগ্ম-সম্পাদক ডা. আব্দুস সাত্তার সরকার। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক এবিএম আব্দুল্লাহ এবং সদ্য বাংলা একাডেমি পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. মো. জাকির হোসেনকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার হিসেবে সার্বিক সহযোগিতা করে এসিআই লিমিটেড।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম