বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ১০:৪০ পিএম
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় রূপালী ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের সাথে একটি অংশগ্রহনমূলক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় রূপালী ব্যাংক ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষীদের সর্বোচ্চ ৪ শতাংশ হারে কৃষিঋণ বিতরণ করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলামসহ বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।