এনইসি মানি ট্রান্সফারের সঙ্গে ইস্টার্ণ ব্যাংকের রেমিটেন্স সেবা চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৬:০১ পিএম
ইস্টার্ণ ব্যাংক লিঃ (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং এনইসি মানি ট্রান্সফারের চেয়ারম্যান ইকরাম ফারাজী আজ, জানুয়ারী ৩, ২০২৩ ঢাকাস্থ ইবিএল প্রধান কার্যালয়ে রেমিট্যান্স সেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।
এনইসি মানি ট্রান্সফার, বাংলাদেশী মালিকানাধীন ফিনটেক ভিত্তিক একটি রেমিট্যান্স কোম্পানী, যেটি যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ও অন্যান্য ইইউভূক্ত দেশগুলোতে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফারাজী রিয়েল এস্টেটের চেয়ারম্যান জাহাঙ্গীর ফারাজী, ফারাজী হসপিটালের চেয়ারম্যান ডঃ আনোয়ার ফারাজী ইমন; ইবিএল ইন্টারন্যাশনাল বিজনেস প্রধান মোঃ মামুনুর রশীদ, হিউম্যান রিসোর্স বিভাগ প্রধান মঞ্জুরুল আলম, বিজনেস ডেভেলপমেন্ট এন্ড রেমিট্যান্স প্রধান চৌধুরী বাহার ওয়াদুদ; এনইসি মানি ট্রান্সফার লিঃ এর কান্ট্রি ম্যানেজার ওসমান গনিসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।