
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০৫ পিএম
এমএ সামাদের জন্মশতবার্ষিকী উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০২:২৯ পিএম
আরও পড়ুন
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) প্রতিষ্ঠাতা বীমাশিল্পের অন্যতম পথিকৃৎ মোহাম্মদ আজিজুস সামাদের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয় সম্প্রতি ঢাকা লেডিস ক্লাবে।
বিজিআইসির চেয়ারম্যান তওহিদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মুস্তাফা জামান আব্বাসী, ফিন্যান্সিয়াল কনসালট্যান্ট আনিসুজ্জামান চৌধুরী, সাভার টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল সামাদ, এএমডি ইমরান রউফ ও নুর-ই-জামান আলবানী এবং ডিএমডিএমএ আজিজ।
অনুষ্ঠানে কোম্পানির ভাইস চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, স্পন্সর শেয়ারহোল্ডার শহিদুল্লাহ খান, মনোনীত পরিচালক পিমা ইমাম এবং বিজিআইসি পরিবারের সব সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারি সাইফুদ্দিন আহমেদ।