
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৩:১৩ এএম
জয়িতা ফাউন্ডেশন ও টিভিএস অটোর সমঝোতা স্মারক স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৯:৩৯ পিএম

আরও পড়ুন
জয়িতা ফাউন্ডেশন ও টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
গত ২২ ডিসেম্বর ঢাকায় জয়িতা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে জয়িতা ফাউন্ডেশন ও টিভিএস অটোর মধ্যে স্কুটার সরবরাহ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
নারীদের যাতায়াত সহজ করতে, উদ্যোক্তা বিকাশে সহযোগিতা এবং সমাজে নারীর ক্ষমতায়নের সৃষ্টির লক্ষ্যে এ সমঝোতা স্মারকের মাধ্যমে নারী উদ্যোক্তাসহ প্রতিশ্রুতিশীল নারীরা স্কুটার ব্যবহারের সুযোগ পাবেন।
টিভিএস অটোর প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব কুমার রায় ও জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টিভিএস অটোর উপদেষ্টা আনছার আলী খান এবং জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহীদুল ইসলাম, জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ মুহাম্মদ রেফাত আলী, জয়িতা ফাউন্ডেশনের পরিচালক নিপুল কান্তি বালা, পরিচালক মুহাম্মদ আরিফুল ইসলাম ও পরিচালক ইয়াসমিন আক্তারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ চুক্তির আওতায় জয়িতা ফাউন্ডেশন সম্ভাব্য গ্রাহককে রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ডের মাধ্যমে মাত্র ৫ শতাংশ সুদে স্কুটার ঋণের সুবিধাসহ টিভিএস ব্র্যান্ডের স্কুটার প্রদান করবে। সারা দেশে নারী রাইডার, শিক্ষার্থী, কর্মজীবী নারী এবং উদ্যোক্তা নারীরা এ কর্মসূচির মাধ্যমে উপকৃত হবেন বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
এক্ষেত্রে উভয় প্রতিষ্ঠান রাইড শেয়ারের সুবিধার প্রচার, নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য একটি বিশেষ প্রতিষ্ঠান জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বৃদ্ধি, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কাজ করা তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তা সমিতিগুলোর ব্যবসায়িক পরিবহণের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পাশাপাশি এ কার্যক্রম বিপণন নেটওয়ার্ক গড়ে তোলার জন্য নারীদের ব্যবসা-বান্ধব অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে।