Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ভারতের অর্থায়নে হামদর্দ বিশ্ববিদ্যালয়ে ইউনানী চেয়ার স্থাপন ও অধ্যাপক নিয়োগ

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ০৬:২৩ পিএম

ভারতের অর্থায়নে হামদর্দ বিশ্ববিদ্যালয়ে ইউনানী চেয়ার স্থাপন ও অধ্যাপক নিয়োগ

ভারত-বাংলাদেশের বন্ধুত্বের এ এক ঐতিহাসিক ঘটনা। ভারত সরকারের আয়ুশ (স্বাস্থ্য) মন্ত্রণালয় তাদের নিজস্ব অর্থায়নে ৩ বছরের জন্য অধ্যাপক ড. মনোয়ার হোসেন কাজমিকে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ইউনানী চেয়ার হিসেবে প্রেরণ করেছে।

দু’দেশের মধ্যে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এটি একটি মাইলফলকও বটে। 

ইউজিসির নীতিমালা অনুসরণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং ভারতের আয়ুশ (স্বাস্থ্য) মন্ত্রণালয়ের কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন এর মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমেই ভারত সরকার একজন ইউনানি বিষয়ক গবেষক ও অধ্যাপককে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে পাঠালো। ভারতের আয়ুশ (স্বাস্থ্য) মন্ত্রণালয় উক্ত অধ্যাপকের বেতন-ভাতা ও যাতায়তসহ যাবতীয় খরচ বহন করবে। হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ শুধুমাত্র আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করবে।

আয়ুশ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে অধ্যাপক ডা. মনোয়ার হোসেন কাজমি ‘ইউনানি চেয়ার’ হিসেবে গত ৩১ শে মার্চ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যোগদান করেন। অধ্যাপক মনোয়ার বিশ্ববিদ্যালয়টিতে ইউনানি মেডিসিন বিষয়ে ক্লাস নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্পট ডায়গনোসিস শেখাবেন। এছাড়া এখন থেকে ভারতীয় হাইকমিশনারের উপস্থিতিতে প্রতি বছর ২১ শে মে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাসে ইয়োগা ডে উদযাপিত হবে। বাংলাদেশে এই প্রথম ভারতের অর্থায়নে এরকম শিক্ষা বিনিময়ের উদ্যোগ শুরু হওয়ায় আনন্দিত শিক্ষা সংশ্লিষ্ট সবাই।

উল্লেখ্য, ২০১২ সালের ১৪ই মার্চ স্বাস্থ্য ও শিক্ষাখাতের কিংবদন্তি উদ্যোক্তা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠা করেন।

এদিকে, অধ্যাপক ডা. মনোয়ার হোসেন কাজমি’র যোগদান উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের প্রধান কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। এতে হামদর্দ বাংলাদেশের মোতাওয়াল্লী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি ড. আবুল খায়েরসহ পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম