Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ফ্রোবেল একাডেমিতে অনলাইন সেমিনার

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০৮:৫০ পিএম

ফ্রোবেল একাডেমিতে অনলাইন সেমিনার

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফ্রোবেল একাডেমি শুক্রবার ‘ফিউচার লিডারস টেইক ওভার’ শীর্ষক একটি অনলাইন সেমিনারের আয়োজন করা হয়। সহশিক্ষাক্রম কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের পরিকল্পনায় ও সম্পাদনায় সেমিনারটির প্রতিপাদ্য ছিল ‘শিশুদের জন্য–শিশুদের নিয়ে’।

করোনার কারণে স্কুলটি গত মার্চ থেকে অনলাইনে শিক্ষার্থীদের পাঠদান চালু রেখেছে। করোনা মহামারীর এই সময়ে যেখানে শিক্ষার্থীরা দৈনন্দিন জীবনে বাড়ির চার দেয়ালের মাঝে বন্দি থেকে বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগ হারাচ্ছে, ঠিক সেই সময়ে ফ্রোবেল একাডেমির এই অনলাইন সেমিনার যা অল্পবয়স্ক শিশুদের হৃদয় ও মনের মাঝে এক অনন্য অন্তর্দৃষ্টি সৃষ্টি করে।

নতুন স্বাভাবিক বিশ্ব বিনির্মাণের জন্য সেমিনারে শিশুরা তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করে। পুরো সময় জুড়ে শিক্ষার্থীদের প্রত্যাশা ও চিন্তাভাবনায় ছিল কীভাবে তারা সমাজের উন্নতিতে অবদান রাখতে পারে এবং কীভাবে তারা একে অন্যের জন্য একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

চট্টগ্রাম শহরে ফ্রোবেল একাডেমির যাত্রা শুরু হয় ২০১৭ সালে। আধুনিক পাঠদানকারী এই শিক্ষাঙ্গন ইতিমধ্যেই সুধীমহলের দৃষ্টি আকর্ষণ করেছে। ২০২১ সালের জানুয়ারিতে ফ্রোবেল একাডেমি চট্টগ্রাম শহরের অনন্যা আবাসিক এলাকায় আধুনিক শিক্ষা-সহায়ক প্রযুক্তি ও শিক্ষাবান্ধব সুযোগ-সুবিধা সমৃদ্ধ নতুন ক্যাম্পাসে স্থানান্তরিত হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম