Logo
Logo
×

খবর

নালিতাবাড়ী-নকলায় যাত্রীবাহী বাসে এলেন গেলেন মতিয়া

Icon

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একজন সাধারণ মানুষের মতোই যাত্রীবাহী বাসে নিজ নির্বাচনী এলাকায় এলেন এবং ঢাকায় ফিরে গেলেন তিনবারের সফল কৃষিমন্ত্রী অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী। শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে তিনি পঞ্চমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য। দশম জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার দুই মাস পর প্রথম এলাকায় এলেন।

মতিয়া চৌধুরী ২৯ মার্চ রাতে ঢাকা মহাখালী বাসস্ট্যান্ড থেকে রাত ১১টায় নিলয় নামে একটি নালিতাবাড়ীগামী বাসে উঠেন। রাত ৩টার দিকে নকলায় পৌঁছান এবং রাত্রিযাপন করেন। বেলা ১২টায় নকলা চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে এ অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দিনভর মতবিনিময় করেন। রোববার সকাল ১০টায় একটা ভাড়া করা মাইক্রোবাসে নালিতাবাড়ী উপজেলায় এসে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। শেরপুর থেকে ঢাকাগামী বাস সাদিকায় নকলা থেকে বেলা ২টায় ঢাকার উদ্দেশে রওনা হোন। দলের একজন প্রভাবশালী নেতা, কৃষিবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হওয়া সত্ত্বেও যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রীর মতো নির্বাচনী এলাকায় আসায় এলাকার মানুষ তাকে আবারও দেশপ্রেমিক সৎ নেত্রী বলে আখ্যায়িত করলেন।

নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী। রোববার তার আসার খবর পেয়েই দ্বিধাবিভক্ত আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী-সমর্থক ভিড় করে তারাগঞ্জ উত্তরবাজারের আওয়ামী লীগের কার্যালয় ও তৎসংলগ্ন রাস্তায়। রাস্তার দু’পাশের উপচে পড়া ভিড় ঠেলে দলীয় কার্যালয়ে প্রবেশ করেই দু’মাস পরে আসার কারণ ব্যাখ্যা করে বলেন, এখানে নিয়ম না মানার নিয়ম চালু হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম