
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ০১:২০ এএম
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে পুরান ঢাকায় মানববন্ধন

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০১:২২ পিএম

আরও পড়ুন
‘বজ্র কন্ঠে আওয়াজ তুলি একসঙ্গে’— এই স্লোগান সামনে রেখে, ফিলিস্তিনের নিরস্ত্র জনগণ, নারী ও শিশুদের ওপর ইসরাইলি আগ্রাসন, হত্যা, বোমা হামলার প্রতিবাদে যুগান্তর স্বজন সমাবেশ পুরান ঢাকা, ঢাকা যুব ফাউন্ডেশন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বংশাল হোটেল আল রাজ্জাক, নর্থ সাউথ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি শায়খ ড. শহিদুল্লাহ খান মাদানী।
আরও উপস্থিত ছিলেন-মুহাম্মদ আওলাদ হোসেন, সহসভাপতি বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস মুত্বয়ল্লি বংশাল কেন্দ্রীয় আহলে হাদীস বড় জামে মসজিদ। ড. হেদায়েত উল্লাহ, কারিকুলাম বিশেষজ্ঞ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড। আনোয়ার ইসলাম জাহাঙ্গীর, সভাপতি বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, ঢাকা মহানগর দক্ষিণ।
যুগান্তর স্বজন সমাবেশ পুরান ঢাকার উপদেষ্টা ও ঢাকা যুব ফাউন্ডেশন এর সভাপতি শহীদ মাহমুদ শহীদ উল্লাহ, মুহাম্মদ আকমল হোসেন, সহসভাপতি বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ঢাকা মহানগর দক্ষিণ।
শায়খ সামসুল হক শিবলি, সহসভাপতি বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ঢাকা মহানগর দক্ষিণ। আব্দুল্লাহ ফারুক, সভাপতি জমঈয়তে শুব্বান আহলে হাদীস বাংলাদেশ, হাফেজ মো. ওয়াসিম উদ্দিন সাজিব, সভাপতি জমঈয়তে শুব্বানে আহলে হাদীস ঢাকা মহানগর দক্ষিণ ও ধর্ম সম্পাদক পুরান ঢাকা স্বজন সমাবেশ, ড. আহমুদুল্লাহ ত্রিশালী, সহসভাপতি বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, ড. রঈস উদ্দিন, সহসভাপতি বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, পুরান ঢাকার উপদেষ্টা ইয়ার মোহাম্মদ।
এতে আরও উপস্থিত ছিলেন-পুরান ঢাকার কর্মকর্তা সি এম শাকিল, মো. ওবায়দুল হক পাটোয়ারী, আজিম উদদীন, হাজী ইকবাল আহমেদ, মো. ইমরান হোসাইন, সাব্বির আহমেদ, নূর ওয়াহীদ রঞ্জু, মোশাররফ হোসেন সুমন, তাকনিমূল কাইয়ূম জাফিন, তাকবীর আলী।
এ সময় বক্তারা ফিলিস্তিনের নিরস্ত্র জনগণ নারী-শিশুর ওপর ইসরাইলি বর্বরোচিত আগ্রাসন, হত্যা, বোমা হামলা প্রতিবাদে আজ আমরা দাঁড়িয়েছি। রাফাহ আর নেই। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রাফাহ। শেষ হয়ে গেছে গাজাও নিঃশব্দে মিলে যাচ্ছে দুনিয়ার মানচিত্র থেকে এটির দেশের অস্তিত্ব।
বক্তারা আরও বলেন, একটি একটি করে আলো নিভে যাচ্ছে। একটি একটি করে নিঃশ্বাস থেমে যাচ্ছে। গাজাবাসীর বাঁচার আর্তনাদ পাঠালেও — পৃথিবী কানে দেয়নি। পৃথিবীর জঘন্যতম হত্যার মহাউৎসব আমরা শুধু চেয়ে চেয়ে দেখলাম। কিছুই করতে পারলাম না।
তারা বলেন, ১ লাখ ১৭ হাজার মানুষের একটা শহর রাফাহ। সেখানে একটি মানুষও আর নেই। কেউ আর বিশ্ববাসীর কাছে জবাব চাইবেনা, আর কেউ সাহায্য চাইবেনা। গাজার করুন পরিণতি ও দেখলাম। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের অমানবিক হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ৩০০ কোটি মুসলমানের হৃদয়ের বেদনাদায়ক প্রতিচ্ছবিগুলো নাড়া দিয়ে তাদের প্রতি আমাদের ঘৃণা আমরা ইহুদী ইসরাইলের সমস্ত পণ্য বয়কট করে তাদের বিশ্ববাজারের বাণিজ্যকে ধ্বংস করে বুঝিয়ে দিতে চাই আমরা মুসলিম মুসলিম জাতি একত্রিত। মহান রাব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস করে ফিলিস্তিনকে পরিপূর্ণ স্বাধীন জাতি হিসেবে দণ্ডায়মান হওয়ার পরিপূর্ণতা দেন।