
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ১২:৫৮ এএম
হাজারীবাগে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০১:১১ পিএম

আরও পড়ুন
রাজধানীর হাজারীবাগের গণকটুলি বড় মহল্লায় সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিল্লুর রহমান ওরফে জুল্লা (৪৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১টার দিকে হাজারীবাগ সিটি কলোনি এলাকায় অভিযান
চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া জিল্লু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলায়।
ভুক্তভোগী শিশুর বাবা জানান, তিনি সিটি কলোনির বাহিরে একটি বাসায় থাকেন।
শুক্রবার সন্ধ্যায় তার সাত বছর বয়সি মেয়ে বাসার নিচে খেলছিল। এ সময় জিল্লুর কৌশলে
শিশুটিকে সিটি কলোনির একটি ভবনের ছয়তলা ফ্ল্যাটে নিয়ে যায়। ওই বাসাটি শিপলু নামে আরও
একজন পরিচ্ছন্নতা কর্মীর। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটির চিৎকার
শুনে আশপাশের মানুষ গেলে তারা সেখানে জিল্লুকে দেখতে পায়। পরে শিশুটির পরিবারকে খবর
দেওয়া হয়।
এ বাবা বলেন, ‘জিল্লুর স্ত্রী ও শাশুড়ি আমাদের বাধা দিয়ে তাকে পালিয়ে
যেতে সহায়তা করেন। আমাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন তারা। জিল্লুর মাদকসেবী এবং দীর্ঘদিন
ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।’
হাজারীবাগ থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘নির্যাতন চেষ্টার অভিযোগে হাজারীবাগ থানায় একটি
মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’