
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:১৬ এএম
ফিলিস্তিনে বর্বর গণহত্যার প্রতিবাদে লালবাগে বিক্ষোভ

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ পিএম

আরও পড়ুন
দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে রাজধানীর লালবাগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা লালবাগ এলাকাবাসী, লালবাগ ইমাম উলামা পরিষদ, চৌধুরীবাজার জামে মসজিদ ও শেখ সাহেববাজার দোতলা মসজিদের মুসল্লিদের যৌথ উদ্যোগে আয়োজিত মিছিলটি শেখ সাহেববাজার মোড় থেকে শুরু হয়ে আজিমপুর ঢাকেশ্বরী রোড পর্যন্ত গিয়ে শেষ হয়।
পাঁচ শতাধিক মুসল্লি, শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী, যুবক ও সাধারণ মানুষ মিছিলে অংশ নেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের নিরীহ নারী ও শিশুদের ওপর ইসরাইলের অব্যাহত বর্বর হামলার তীব্র নিন্দা জানান। এসব মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ সময় বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ইসরাইলের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফিলিস্তিনিরা একা নয়, আমরা আছি তাদের সঙ্গে’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন কর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বক্তারা বলেন, আমরা দেখছি, শিশুদের মাথা ফাটিয়ে দিচ্ছে, নারীদের হত্যা করা হচ্ছে, এমনকি নামাজরত মুসল্লিদেরও রেহাই দিচ্ছে না ইসরাইলি বাহিনী। এটা নিঃসন্দেহে চরম বর্বরতা।
বক্তারা মুসলিম বিশ্বের ঐক্য কামনা করে বলেন, মিছিলে অংশগ্রহণই যথেষ্ট নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ। জাতিসংঘ, ওআইসি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উচিত ইসরাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
এই কর্মসূচি থেকে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ, যুদ্ধাপরাধের বিচার দাবি ও অবরুদ্ধ ফিলিস্তিনিদের মুক্তির জোরালো আহ্বান জানানো হয়।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এতে ফিলিস্তিনি শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও নির্যাতনকারীদের ধ্বংস কামনায় প্রার্থনা করা হয়।