
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৯:১৪ পিএম
হাজারীবাগে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও চুরির মাল জব্দ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পিএম
-67f8dd1c73769.jpg)
ছবি:সংগৃহীত
আরও পড়ুন
বৃহস্পতিবার মধ্যরাতে হাজারীবাগের গণকটুলি কলোনিতে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চুরির মালামাল জব্দ করা হয়েছে।
অভিযানে মাদক ব্যবসায়ীদের বাসায় তল্লাশি চালানো হয়। এতে তাদের কাছ থেকে ৩ কেজি গাজা, ১২০ লিটার বাংলা মদ, ১৮টি চেকবুক ও ১৫ জোড়া চুরি করা জুতা উদ্ধার করা হয়।
অভিযানে এসব মালামাল উদ্ধার করা গেলেও কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অপরাধীরা।
জব্দকৃত মালামাল হাজারীবাগ থানার এসআই আব্দুল জব্বারের কাছে হস্তান্তর করা হয়। এই অভিযানে স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা রক্ষার জন্য যৌথ বাহিনীর প্রতি আস্থা প্রকাশ করেছে।