
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:১৬ এএম
গাজায় ইসরাইলের গণহত্যা ইতিহাসে নজিরবিহীন: ইআবির ভিসি

ধানমন্ডি (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১০:৩৩ পিএম

আরও পড়ুন
ফিলিস্তিনের গাজা ও রাফা শহরে ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করার সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম তার বক্তব্যে এসব কথা বলেন।
মানববন্ধনে ফিলিস্তিনে দখলদার ইসরাইলি বাহিনীর হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভাইস চ্যান্সেলর বলেন, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইল যে হামলা ও গণহত্যা চালাচ্ছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।
তিনি আরও বলেন, ফিলিস্তিনের গাজায় ও রাফায় নির্মম এ গণহত্যা ও মানবিক বিপর্যয়ের ভয়াবহতা দেখেও পশ্চিমা বিশ্বের দেশগুলো উদাসীন ও নির্বিকার।
ইসরাইলি আগ্রাসী অভিযান ও গণহত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক মহল তথা জাতিসংঘ, পশ্চিমা বিশ্ব, ওআইসি এবং আরব দেশগুলোর নেতাদের প্রতি আহবান জানান তিনি।