
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ০১:৫৯ এএম
রাজধানীতে বোমা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পিএম

আরও পড়ুন
রাজধানীর আদাবরের একটি বাড়িতে অভিযান চালিয়ে হাত বোমা ও দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বুধবার গভীর রাতে আদাবরের শ্যামলী হাউজিং এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আকাশ দেওয়ান (২১), জালাল দেওয়ান (৬৮), মাসুদ (২৩),
শামীম (২২), জসিম (২১) ও ফরিদ (২৫)। তারা সবাই ‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের সদস্য বলে
জানা গেছে।
জানা গেছে, মোহাম্মদপুর ও আদাবর এলাকার আতঙ্ক কবজি
কাটা আনোয়ারের কয়েকজন সহযোগী আদাবরের শ্যামলী হাউজিংয়ের একটি বাড়িতে প্রতিদিন রাতে
জড়ো হতেন। এরপর সেখান থেকে তারা দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাই ও ডাকাতিতে নেমে পড়তেন।
সেনাবাহিনীর একটি টিম গোপন খবরে বুধবার গভীর রাতে ওই বাড়িতে অভিযান চালায়।
এ সময় ওই গ্রুপের ছয় সদস্যকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যর ওপর ভিত্তি করে ওই এলাকার
বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুটি হাতবোমা, ১৬টি চাপাতি, দুটি সামুরাই, দুটি চাইনিজ
কুড়াল, তিনটি ছুরি ও একটি রাম দা জব্দ করে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদাবর থানায় হস্তান্তর করা
হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।