
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পিএম
গাজায় হামলার প্রতিবাদে রাজধানীর সবুজবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ

আবু তাহের বাপ্পা (সবুজবাগ থানা প্রতিনিধি)
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১০:১০ পিএম
আরও পড়ুন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের মতো মুগদা সবুজবাগ ও খিলগাঁও থানা এলাকায় বিক্ষোভ, মানববন্ধন ও ধর্মঘট করেছেন শিক্ষার্থী, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও সাধারণ মানুষ। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত মুগদা, সবুজবাগ ও খিলগাঁও থানা এলাকায় প্রতিবাদ মিছিল করেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
সরজমিনে দেখা গেছে, শিশুরাও এ বিক্ষোভে অংশ নিয়েছে। রাজপথে দাঁড়িয়ে তারা ‘স্বাধীন ফিলিস্তিন চাই’, ‘ইসরাইলের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছিল। এই আন্দোলন ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ নামক আন্তর্জাতিক কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে রোববার (৬ এপ্রিল) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত গাজায় অন্তত ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ১৫ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, গাজার প্রায় ৬৯ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলের ভয়াবহ হত্যাযজ্ঞ ও যুদ্ধাপরাধের প্রতিবাদেই আজকের এই বিশ্বব্যাপী কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম যুগান্তরকে জানান, মুগদা থানায় এলাকায় কোন মিছিল মিটিংয়ের খবর তিনি পাননি।
খিলগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেন জানান বারোটার দিকে খিলগাঁয় ছাত্ররা একটি মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে খিলগাঁও মডেল স্কুলের সামনেই মিছিলটি শেষ হয়।
সবুজবাগ থানার অফিসার ইনচার্জ ইয়াছিন হোসেন জানান, সাড়ে এগারোটা থেকে বারোটার দিকে বৈদ্য মন্দির এলাকা থেকে মুসল্লি ও ছাত্ররা মিলে একটি মিছিল শুরু হয়ে খিলগাঁও এলাকার দিকে চলে যায়। সকল ক্ষেত্রে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ হয়েছে। কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ
আরও পড়ুন