
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ১১:২১ এএম
২০ কেজি গাঁজা ও ২৫ গ্রাম হেরোইন জব্দ, গ্রেফতার ৪

মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৫১ পিএম

আরও পড়ুন
রাজধানীর মিরপুরের পল্লবীতে ২০ কেজি গাঁজা ও ২৫ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার পল্লবীর ১১ নম্বর অ্যাভিনিউ ফাইভ এলাকায় মাদক বিক্রি করার সময় তাদের গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- মো. রনি ওরপে আল আমিন ওরপে জয়, মো. মাকসুদ, সাকিবুল হাসান ও সুরুজ রহমান।
এর মধ্যে ১ নম্বর আসামি রনি ওরপে আল আমিন ওরপে জয়ের বিরুদ্ধে মাদক, মারামারি, দস্যুতা ও খুনসহ আটটি মামলা রয়েছে।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান চলছে। গাঁজা ও হেরোইনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।