
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:২৩ এএম
যাত্রাবাড়ীতে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১১:১০ পিএম
-67f2b5774ef03.jpg)
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার বিকালে র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- সাকিব (১৯), রাসেল শেখ (২৪), রিয়াদ হোসেন লাবু (১৯)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি হাঁসুয়া, ১টি স্টিলের তৈরি নাকল, ১টি মোটরসাইকেল, ৩টি স্মার্টফোন, ১টি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়।
গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে জানা যায়- বেশ কিছুদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা, স্বর্ণালংকার ও স্মার্টফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল চক্রটি। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।