
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ এএম
মোঘল ঐতিহ্যের ধারায় ‘ঈদ আনন্দ মিছিলে’ মানুষের ঢল, দেখুন ছবিতে

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৫:২৭ পিএম

ছবি: সংগৃহীত
সুলতানি-মোগল আমলের ঐতিহ্যকে ধারণ করে ঢাকার রাজপথে হয়েছে ঈদের আনন্দমিছিল। ঈদকে আরও উৎসবমুখর করতে এ মিছিলের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের নামাজ শেষে এ মিছিল আগারগাঁও থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে শেষ হয়।
পরে সেখানেই অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যান্ডদলের বাদ্যবাজনার তালে তালে নেচে-গেয়ে হইহল্লোড় করে আনন্দমুখর পরিবেশে মানুষ অংশগ্রহণ করেন এই মিছিলে। মিছিলের সামনে দুই সারিতে ছিল আটটি সুসজ্জিত ঘোড়া। আরও ছিল ১৫টি ঘোড়ার গাড়ি, মোগল ও সুলতানি আমলের ইতিহাস-সংবলিত ১০টি পাপেট শো। আনন্দমিছিল থেকে ‘ন্যায্য ঢাকা শহর’ গড়ার বার্তা দেওয়া হয়।





