
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ১০:৫০ এএম
বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৭:৩৪ এএম

আরও পড়ুন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাতের কার্যক্রম। এতে অংশ নিতে বিপুলসংখ্যক মুসল্লিদের ঢল নেমেছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে দলবেঁধে মসজিদে আসেছেন। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ মার্চ) সকাল ৬টার পর থেকেই এখানে মুসল্লিরা আসতে শুরু করেন। জামাত শুরুর আগেই মসজিদের মূল প্রাঙ্গণ ও বারান্দা কানায় পূর্ণ হয়ে যায়। ইমামের নামাজ পূর্ব আলোচনার জন্য অপেক্ষমাণ উপস্থিত মুসল্লিদের অনেককেই নফল নামাজ, কুরআন তেলাওয়াত এবং তসবিহ পাঠ করতে দেখা গেছে। এছাড়া অভিভাবকদের সঙ্গে প্রথম জামাতে ঈদের নামাজ আদায় করতে অনেক শিশু-কিশোরদেরও আসতে দেখা গেছে।
এছাড়া, ঈদ উপলক্ষ্যে মসজিদ ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মসজিদে প্রবেশের প্রধান ফটক গুলোতে পোশাকধারী পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের অবস্থান দেখা গেছে।
এক মুসল্লি বলেন, প্রতি বছর আমি এখানে ঈদের নামাজ আদায় করি। এত মানুষের সঙ্গে একসঙ্গে নামাজ পড়া এক অন্যরকম অনুভূতি। অনেক ভালো লাগা কাজ করছে।
আরও একজন বলেন, এখানে নামাজ পড়লে ঈদের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। বিশেষ করে প্রথম জামাতের আবহ আমার কাছে খুবই আধ্যাত্মিক মনে হয়। আর আমি ছেলেবেলা থেকেই এখানে ঈদের নামাজ পড়ছি। শেষ পর্যন্ত আল্লাহ যেন আমাকে এই ঐতিহ্য ধরে রাখার তৌফিক দেন সেই প্রত্যাশা করছি।
অন্যদিকে, অন্যবছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যার মধ্যে প্রথম জামাত সকাল ৭টায় এবং এর এক ঘণ্টা পর পর আরও তিনটি জামাত এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রথম জামাতে পেশ ইমাম হিসেবে হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী এবং মুকাব্বির হিসেবে মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান দায়িত্ব পালন করবেন।
দ্বিতীয় জামাতে সকাল ইমাম হিসেবে সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেব প্রধান খাদেম মো. নাসির উল্লাহ দায়িত্ব পালন করবেন।
তৃতীয় জামাতে ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান এবং মুকাব্বির হিসেবে খাদেম মো. আব্দুল হাদী দায়িত্ব পালন করবেন।
চতুর্থ জামাত ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ এবং মুকাব্বির হিসেবে খাদেম মো. আলাউদ্দীন দায়িত্ব পালন করবেন।