
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১২:১১ এএম
ডেমরায় নিজ ঘরে বিধবার অর্ধগলিত লাশ

ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৮:০৮ পিএম

রাজধানীর ডেমরায় নিজের ঘর থেকে মাহফুজা বেগম লিপি (৪৫) নামে এক বিধবা নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে ডিএসসির ৬৪নং ওয়ার্ডের ডগাইর নতুন পাড়া এলাকার ৫২৪নং বাড়ি থেকে বালিশ চাপা অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের ঘরের ফটকের কেঁচিগেট ও দরজা খোলা অবস্থায় পায়। এদিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে মৃতের প্রয়োজনীয় নমুনা সংগ্রহসহ জরুরি আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মৃতের ছোট বোন ফারজানা ও বাবা নূর মোহাম্মদ বলেন, ফারজানা ঢাকার মালিবাগ ও নূর মোহাম্মদ যাত্রাবাড়ী এলাকায় থাকেন। গত তিনদিন ধরে মৃত লিপি তাদের ফোন ধরছিলেন না। এ ঘটনায় রোববার তারা ডেমরায় এসে থানা পুলিশকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন লিপি বিছানায় বালিশ চাপা অবস্থায় শোয়া।
তারা আরও বলেন, ১০-১২ বছর আগে লিপির স্বামী মারা যায়। তারপর থেকে তিনি একাই ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। তবে তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। ধারণা করা হচ্ছে- জমি সংক্রান্ত এই বিরোধের কারণে লিপিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনাস্থলে দেখা গেছে- নিচের ঘরের কেঁচিগেটসহ দরজা খোলা। মুখের ওপর বালিশ চাপা দেওয়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো চুরি ডাকাতির ঘটনা বা পূর্ব শত্রুতার জেরে বিধবা নারীকে হত্যা করা হয়েছে বালিশ চাপা দিয়ে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে এ মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। এ বিষয়ে ডেমরা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।