
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ১০:১৪ এএম
যমুনা ফিউচার পার্কে ‘নবীন’ পাঞ্জাবিতে আকর্ষণ ক্রেতাদের

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১০:০৫ পিএম

আরও পড়ুন
দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। উৎসবের এই সময়ে বিপণীবিতানগুলো জমে উঠেছে কেনাকাটায় ব্যস্ত মানুষের ভিড়ে। বিশেষ করে ফ্যাশনপ্রেমী পুরুষদের পছন্দের শীর্ষে রয়েছে পায়জামা-পাঞ্জাবি। এ ক্ষেত্রে গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে উঠেছে দেশি ব্র্যান্ড ‘নবীন পাঞ্জাবি’।
রাজধানীজুড়ে ১৩টি শো-রুম এবং অনলাইন প্ল্যাটফর্মের
মাধ্যমে অসংখ্য ক্রেতার মন জয় করেছে নবীন ফ্যাশন।
ঈদ ঘিরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল
যমুনা ফিউচার পার্কে নবীন পাঞ্জাবির শো-রুমে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শুধু
রাজধানীর বাসিন্দারা নন, বাইরের জেলা থেকেও অনেকেই আসছেন তাদের ঈদের বিশেষ কালেকশন
কিনতে। বিক্রয়কর্মীরা জানান, ছুটির দিনগুলোতে এবং ইফতারের পর ভিড় আরও বেড়ে যায়।
নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক এনামুল
হাসান বলেন, বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদে পাঞ্জাবির চাহিদা সবসময়ই
বেশি। তবে এবার বাজেটের বিষয়টিও গুরুত্বপূর্ণ। তাই দৃষ্টিনন্দন ও সাশ্রয়ী মূল্যের পাঞ্জাবির
বিশাল সংগ্রহ রাখা হয়েছে। মাত্র ১,৫০০ থেকে ২,৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে প্রিমিয়াম
মানের পাঞ্জাবি। এ ছাড়া মাত্র ৯৯ টাকায় পায়জামা এবং ছোটদের কাবুলি সেটের বিশেষ অফার
রয়েছে।
নবীন পাঞ্জাবির অন্যতম আকর্ষণ হচ্ছে এর
মধ্যম ও নিম্ন বাজেটের পাঞ্জাবি। মাত্র ৩০০ টাকায়ও পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ডিজাইনের
পোশাক। সব শ্রেণির ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে সাজানো হয়েছে ঈদ আয়োজন।
ঈদুল ফিতরের চাঁদ রাতে ফজর পর্যন্ত খোলা
থাকবে নবীন পাঞ্জাবির শো-রুমগুলো। নিরাপদ কেনাকাটার জন্য রয়েছে ক্যাশলেস পেমেন্ট সুবিধা।