
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৪:০১ এএম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১১:৪৮ পিএম
-67e6e0e1115d6.jpg)
আরও পড়ুন
শেষ সময়েও জমজমাট দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে ঈদের কেনাকাটা। সপ্তাহের শেষদিন শুক্রবার ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়। পছন্দের পোশাক সংগ্রহ করতে সপরিবারে এসেছিলেন তারা।
এদিকে শপিংমলের যে কোনো আউটলেট থেকে সর্বনিম্ন ২ হাজার টাকার পণ্য কিনে ফ্রিজ, টেলিভিশনসহ প্রায় ১৩০০টি আকর্ষণীয় পুরস্কার জিতেছেন ক্রেতারা। ঈদের কেনাকাটায় ক্রেতাদের এই সুযোগ করে দিয়েছে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত।
এই ক্যাম্পেইনে শুক্রবার ফ্রিজ পেয়েছেন রাজধানীর নতুন বাজার এলাকার ওমর ফারুক। পুরস্কার জেতার সঙ্গে সঙ্গে তার কাছে ফ্রিজটি হস্তান্তর করা হয়। ওমর ফারুক যুগান্তরকে বলেন, এই প্রথম যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে ফ্রিজ জিতেছি। যমুনা গ্রুপের প্রতি আমি কৃতজ্ঞ।
ক্রেতারা যাতে সহজে উপহার পেতে পারেন সেজন্য শপিংমলের সেন্টার কোর্টে গিফটের পৃথক বুথ করা হয়েছে। সেখানে থাকা কিউআর কোড ও www.jamunaeid.com সাইটে প্রবেশ করে পণ্য ক্রয়ের তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা উপহার জিতলে বুথ থেকে সংগ্রহ করতে পারছেন। যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে এখন পর্যন্ত ১২০০ এর বেশি আকর্ষণীয় পুরস্কার জিতে নিয়েছেন ক্রেতারা।
ফিউচার পার্কে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ মেট্রো ও হুর এর শোরুমে ছিল ক্রেতাদের ভিড়।
যমুনা ফিউচার পার্ক ঘুরে দেখা যায়, পছন্দের পোশাক সংগ্রহ করতে ফিউচার পার্কে ভিড় করছেন নানা বয়সের নারী-পুরুষ ও শিশুরা। বিশেষ করে নারীদের গাউন, সারারা, গারারা, পাকিস্তানি থ্রি-পিস, হিলি বুটিং, অরগাঞ্জা, কটন নেট, দিলি বুটিকস, ইনডো-ওয়েস্টার্ন, আগানুর ও প্রিমিয়ামের পোশাক ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সাউদ কাতান, ওপেরা কাতান, ঝুঁট কাতান, পঞ্চম কলি, চেন্নাই কাতান, খাড্ডি কাতান, ঢোলা কাতান, বেনারশি কাতান, ঝলক নেট শাড়ি, সামু সিল্ক, ইতালিয়ানো সিল্ক, ওরগেনঞ্জা শাড়ি, মুসলিম শাড়ি, জামদানি শাড়ি, বুটিং শাড়ি ও সিল্ক শাড়ি ক্রেতাদের মধ্যে বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে।
ঈদের কেনাটাকা করতে সিরাজগঞ্জ থেকে যমুনা ফিউচার পার্কে এসেছিলেন জামি হাসান। তিনি টি-শার্ট, শার্ট, প্যান্ট ও জুতা ক্রয় করেন। শুধু নিজেই নয়, ছোট ভাই ও বোনের জন্য নিয়েছেন পছন্দের পোশাক। তিনি যুগান্তরকে বলেন, যমুনা ফিউচার পার্কে এসেছিলাম এবং পছন্দের পোশাক নিয়েছি।