
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৪:১৫ এএম
বনানীতে শ্রমিক বহনকারী বাস উল্টে আহত ৪২

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১২:৫৫ পিএম

রাজধানীর বনানীতে গার্মেন্ট শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে ৪২ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার। তিনি বলেন, বাসটি শ্রমিকদের নিয়ে গাজীপুর যাচ্ছিল। আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।
ঘটনাস্থলে বাসটি রয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।