
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ১১:০৩ এএম
জুলাই গণঅভ্যুত্থানে আহত যুবককে পিটিয়ে জখম, মা বোনকে শ্লীলতাহানি

ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৮:২৯ পিএম

আরও পড়ুন
চাকরির প্রাপ্য পাওনা টাকা চাওয়ায় জুলাই গণঅভ্যুত্থানে গুলি লেগে আহত মো. ইয়াসিন আরাফাত রনি (২০) নামে আহত এক যুবককে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীর।
মঙ্গলবার দিবাগত রাতে মুসলিমনগর নিউ টাউন সাইনবোর্ড স্পিডবোর্ড কারখানার পাশে সজিবের কাটুন ফ্যাক্টরির সামনে এমন ঘটনা ঘটে।
এ সময় অভিযুক্তরা ওই যুবকের মাথায় বাঁশ দিয়ে আঘাতসহ শরীরে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ভুক্তভোগীর মা বুধবার ভোরে অভিযুক্ত ৪ জনসহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেন। পরক্ষণেই পুলিশ অভিযুক্ত মো. রুবেল ওরফে সোহেলকে (২৯) গ্রেফতার করে আদালতে পাঠায়।
বুধবার বিকালে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। অন্যান্য আসামিরা হলো-সজিব মিয়া (৩০), আছিউর (৪৮) ও মাশকুর রহমান (৪৮)।
প্রত্যক্ষদর্শী ও মামলার বাদি জোছনা বেগম জানান, ইয়াসিন আরাফাত রনি প্রায় ৮ মাস আগে সাইনবোর্ড স্পিড বোর্ড কারখানায় সজিব মিয়ার কার্টুন ফ্যাক্টরিতে চাকরি করত। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে প্রায় ৩ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলো সে।
সম্প্রতি কিছুটা সুস্থ হয়ে গত ২৫ মার্চ রাতে কারখানার মালিকের কাছ থেকে প্রাপ্য বেতন নেওয়ার জন্য গেলে রুবেল (সোহেল), সজিব মিয়াসহ অভিযুক্তরা রনিকে মারধর শুরু করে। এক পর্যায়ে আসামি রুবেল ভুক্তভোগীর ৬০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ভেঙে ফেলে।
এ ঘটনায় রনি জ্ঞান হারালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মা জোছনা বেগম ও বোন মারিয়া (২২) ঘটনাস্থলে আসে। এ সময় আসামিরা তাদের উপর আক্রমণ করে।
এ সময় জোছনা বেগমের ৩০ হাজার টাকা মূল্যের সোনার কানের দুল ছিনিয়ে নেয়। পরে তারা বোন মারিয়ার কাপড় টানাহেচড়া করে শ্লীলতাহানি করে। এ ঘটনায় আহত অবস্থায় ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এবং রুবেল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।