
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০২:৫২ এএম
রাজধানীর রূপনগরে কাঁচামাল ব্যবসায়ী খুন

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০১:৪৯ এএম

আরও পড়ুন
রাজধানীর মিরপুরের রূপনগরে মো. শাহ আলম নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে সন্ত্রাসীরা হত্যা করেছে। গুরুতর আহত অবস্থায় কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে মিরপুর ১১ নম্বরের ইসলামীয়া ব্যাংক হাসপাতালে তার মৃত্যু হয়।
রূপনগর থানা সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রীর করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন রহমান জিলানী, মানিক হোসেন ও সাগর।
জানা গেছে, গত ২০ মার্চ রাতে রূপনগরের মিল্কভিটা মোড়ে তরমুজের ব্যবসা করছিলেন শাহ আলম। সে সময় স্থানীয় মিল্টনের অনুসারী সাঈদ, জিলানী, মানিক, জুম্মান, শরীফ, আমিনুল, ইয়াছিন, সাগর, গনি সহ প্রায় ৩০-৪০ জন রায়হান নামে এক ব্যক্তিকে টেনে হিঁচড়ে রূপনগর থানার সামনে বস্তি ক্লাবে নেওয়ার চেষ্টা করে। শাহ আলম এর প্রতিবাদ করলে তারা রায়হানকে ছেড়ে দিয়ে তার ওপর হামলা চালায়।
পরে আহত অবস্থায় প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পঙ্গু হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আরও গুরুতর হলে ইসলামীয়া ব্যাংক হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হুসাইন মাহমুদ বলেন, ‘এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’