
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৪:০৭ এএম
মিরপুরে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:৫৩ পিএম

আরও পড়ুন
রাজধানীর মিরপুরের শাহআলীতে ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওসমান খান নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।
এর আগে একইদিন বিকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শাহআলী থানায় নারী ও
শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন। আর বুধবার রাতে ধর্ষণের শিকার হয় শিশুটি।
শাহআলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, শিশুটির পরিবার ও মামলার আসামি
একই ভবনে ভাড়া থাকেন। মামলার আসামির আট বছর বয়সি ছেলের সঙ্গে ওই শিশুটি প্রায়শ বিড়াল
নিয়ে খেলাধুলা করত। এ সুবাদে শিশুটি তার বাসায় নিয়মিত আসা যাওয়া করে।
বৃহস্পতিবার দুপুরে শিশুটি ঘুম থেকে উঠলে তার মা তাকে খেতে বললে সে রাজি
হয় না। শিশুটি তার মাকে জানায়, তার ঠোঁট ও
গোপনাঙ্গ ব্যাথা করছে। একপর্যায়ে শিশুটি তার মাকে জানায়, বুধবার রাতে মামলার আসামির
বাসায় গেলে তাকে একা পেয়ে ধর্ষণ করা হয়।
শাহআলী থানার ওসি বলেন, ‘মামলার পর ওসমান খান নামে একজনকে গ্রেফতার করা
হয়েছে। আসামির চেহেরা দেখে মনে হয় সে এ ঘটনায় জড়িত।’