
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০১:৪৫ এএম
ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এমআরএর নিন্দা

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৫:৫০ এএম
-67db585979e4d.png)
আরও পড়ুন
জাতীয় পার্টির (জাপা) ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটেছে। এতে এসএ টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার হাসান আল সাকিব, এশিয়ান টিভির সাইফুল ইসলামসহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান এ প্রতিবাদ জানান। পাশাপাশি সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানিয়েছে সংগঠনটি।
জানা গেছে, বিকালে কচুক্ষেত সংলগ্ন দ্যা বুফে প্যালেসে জাপার ইফতার মাহফিলে ঢুকে ২০/২৫ জন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে সন্ত্রাসীরা। এ সময় তারা ক্রিকেট ব্যাট, হকিস্টিক, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছে। হামলাকারীরা সাংবাদিকদের মোটরসাইকেলসহ কমপক্ষে ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে। পাশাপাশি সাংবাদিকদের মোবাইল এবং ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে।
ফখরুল ইসলাম বলেন, গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশ প্রশাসনকে বলব, স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।
আক্তারুজ্জামান বলেন, রাজনৈতিক কারণে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। এমন ঘটনা দেশে নতুন নয়। অভিযুক্তদের যথাযথ বিচার হয় না বলেই, এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে হচ্ছে। আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি চাই। গণমাধ্যম কর্মীদের জীবনের নিরাপত্তা চাই।