Logo
Logo
×

রাজধানী

খিলক্ষেতে শিশুর ধর্ষণের আলামত মিলেছে, আটক কিশোর শঙ্কামুক্ত নয়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৫:৫৫ পিএম

খিলক্ষেতে শিশুর ধর্ষণের আলামত মিলেছে, আটক কিশোর শঙ্কামুক্ত নয়

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের শিকার হওয়া ছয় বছরের শিশুটির শরীরে ‘ধর্ষণের আলামত পাওয়া গেছে’ বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফরেনসিক পরীক্ষা করে এ আলামত মিলেছে। 

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক সাবিনা ইয়াসমিন এ বিষয়ে জানিয়েছেন। 

তিনি বলেন, প্রাথমিকভাবে নির্যাতনের আলামত পাওয়া গেছে।

এদিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার হওয়া কিশোরের অবস্থাও শঙ্কামুক্ত নয় বলে জানান ঢাকা মেডিকেলের চিকিৎসকরা।

এ ঘটনায় ধর্ষণের অভিযোগে একটি এবং পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক আরেকটি মামলা হয়েছে বলে জানিয়েছেন খিলক্ষেত থানার ওসি কামাল হোসেন।

মঙ্গলবার রাতে রাজধানীর খিলক্ষেতে একটি শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠার পর পুলিশ ১৪ বছরের এক কিশোরকে আটক করে। গাড়িতে করে ওই কিশোরকে থানায় নিয়ে আসার সময় বিক্ষুব্ধ লোকজন খিলক্ষেত বাজারের কাছে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা ছেলেটিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়।

ওই সময় জনতার সঙ্গে সংঘর্ষে পুলিশের ৬ সদস্য আহত হন ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

বুধবার ওসি কামাল হোসেন বলেন, গণপিটুনির শিকার কিশোর ও ধর্ষণের শিকার শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহত তিন পুলিশ এখনো হাসপাতালে রয়েছেন। তবে আহত পুলিশরা এখন শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

হাসপাতালের মেডিকেল অফিসার শিশির কুমার ঘোষ বলেছেন, অভিযুক্ত কিশোরের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ‘শঙ্কামুক্ত নয়’।

তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক শিশির কুমার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম