Logo
Logo
×

রাজধানী

মাদকের টাকা ভাগাভাগি নিয়ে খুন হন রনি

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:৩৮ পিএম

মাদকের টাকা ভাগাভাগি নিয়ে খুন হন রনি

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে মাদককের টাকার ভাগাভাগি নিয়ে খুন হন আওয়াল হোসেন রনি নামে এক যুবক। রোববার রাত সাড়ে ৯টার দিকে শাহআলী থানাধীন রাসেল পার্কের সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় সোমবার মিরপুরের শাহআলী থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা রফিকুল ইসলাম মিনু। মামলার আসামিরা হলেন- জীবন, আমির খসরু রবিন খান, সোহেল ওরফে ডিজে সোহেল, সৈকত, রানাসহ ১০-১২ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনির বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। আর মামলার আসামিরা প্রত্যেকে  একাধিক মাদক মামলার আসামি। রনি ও মামলার আসামিরা মিরপুরের শীর্ষ মাদক কারবারি গালিব মুন্নার কাছ থেকে নিয়মিত মাদক এনে মিরপুরের বিভিন্ন স্পটে বিক্রি করতেন। কিছুদিন আগে রনি গালিব মুন্নার কাছ থেকে মাদক কেনা বন্ধ করে আরেক মাদক কারবারির সঙ্গে সখ্যতা গড়ে তোলে মাদকব্যবসা চালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে নিহতের সঙ্গে মামলার আসামিদের মনোমালিন্যের সৃষ্টি হলে খুনের ঘটনাটি ঘটে।

শাহআলী থানার ওসি শফিকুল ইসলাম বলেন এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। রনির বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। মামলার আসামিরাও একাধিক মাদক মামলার আসামি। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযান চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম