কদমতলীতে ককটেল-অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:৩৬ পিএম

রাজধানীর কদমতলীতে ২টি ককটেল ও ১২টি দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১০।
রোববার সন্ধ্যায় কদমতলীর থানা এলাকার কুসুমবাগ জামে মসজিদের পাশে একটি পরিত্যক্ত বাড়ির তৃতীয়তলায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হদডস- জামাল (৩২), আরিফ হোসেন (২৮), আকাশ (২৬), ওমর ফারুক (৩০), নাজমুল (২৫), মুরাদ রহমান খান (৩০)।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, রেঞ্জ, রড, সুইচ গিয়ার চাকু, ছুরি ও ককটেল জব্দ করা হয়। গ্রেফতার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা বেশ কয়েকদিন যাবত দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল বলে জানিয়েছে।