Logo
Logo
×

রাজধানী

যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষ্যে শ্যামপুরে পথশিশু ও দুস্থদের সহায়তা

Icon

যুগান্তর প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:২৯ পিএম

যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষ্যে শ্যামপুরে পথশিশু ও দুস্থদের সহায়তা

পাঠক নন্দিত দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষ্যে রাজধানীর শ্যামপুরে শ্যামপুরে পথশিশু ও দুস্থদের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা করা হয়েছে। এছাড়া আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

রোববার সন্ধ্যায় শ্যামপুর থানা প্রেসক্লাব হলরুমে এ আয়োজন করা হয়।

যুগান্তরের সিটি প্রতিবেদক মো. হামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম জনি, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মো. রফিকুল ইসলাম, পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সাজেদুল কবির, গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের জ্যৈষ্ঠ শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার রিপোর্টার জহিরুল ইসলাম পিলু, চ্যানেল এসের রিপোর্টার শফিক চৌধুরী, আনন্দ টিভি সিটি রিপোর্টার মনির হোসেন, শ্যামপুর প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক মো. সুজন শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইদ্রিসুর রহমান হৃদয় প্রমুখ।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া করা হয়। এরপর পথশিশু, ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীনদের মাঝে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়।  এছাড়াও শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম