Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০১:৪৫ এএম

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন
রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছুরিকাঘাতে রনি (২৪) নামের এক যুবক খুন হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে শাহ আলী থানাধীন রাসেল পার্ক-এর সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রনির মরদেহ শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

ডিএমপির শাহ আলী থানার ওসি শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, রাসেল পার্কের সামনে রনি নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে। রনির বিষয়ে বিস্তারিত জানা জায়নি। কেউ বলেছে বেকার আবার কেউ বলেছে রিকশা চালায়।

তিনি বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে স্থানীয় বিরোধে ৮ থেকে ১০ জন মিলে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করেছে। লাশ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।
Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম