Logo
Logo
×

রাজধানী

হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৬:০৪ এএম

হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

রাজধানীর হাজারীবাগ ঝাউচর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক। দীর্ঘদিন ধরে সানজু ও তার সহযোগিরা বেরিবাঁধ এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। 

গ্রেফতারকৃতরা হলেন- সানজু (২০), মো. মারুফ, মো. সাগর, মো. শহিদ এবং সাহেব আলী। এসময় তাদের কাছ থেকে ২টি সামুরাই তলোয়ার, ৩টি মোবাইল ফোন ও ১টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য কামরাঙ্গীরচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, এই অভিযানের ফলে সাময়িকভাবে অপরাধ কমবে, তবে এলাকায় আরও কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম জানান, সেনাবাহিনীর আটককৃত কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা এই অভিযানে সন্তোষ প্রকাশ করে সেনাবাহিনী প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এবং কিশোর গ্যাং, চাঁদাবাজ, ছিনতাইকারী দমনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম