রাজধানীতে নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৩৫

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১২:৪৬ এএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানা এলাকায় ৬৬৭টি টহল দল দায়িত্ব পালন করেছে।
গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি পুলিশি চেকপোস্টসহ সিটিটিসি, এটিইউ, এপিবিএন এবং র্যাবের টহল দল দায়িত্ব পালন করেছে। এ সময়ে মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থান থেকে ২৩৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছে সাতজন ডাকাত, ১৩ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, তিনজন চাঁদাবাজ, ১২ জন চোর, ২৩ জন মাদককারবারি, ৩৭ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।
অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি বিদেশি রিভলভার, ৩৬ রাউন্ড গুলি, চারটি ককটেল, দুটি সামুরাই, একটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ডেগার, দুটি কাঁচি, ৬৫টি মোবাইল ফোন, একটি ট্যাব, ১১০ ফুট টিএন্ডটি তার, দুটি জাল দলিল, একটি রিকশা, গাড়ির দুটি লুকিং গ্লাস, দুটি ইঞ্জিন কাভার, দুটি ডোর প্যাড ও ২২০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া উদ্ধার মাদকের মধ্যে রয়েছে ৬৮৪৭ পিস ইয়াবা, ২৬ লিটার দেশি মদ, ৪৮০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন। এছাড়াও ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৮২টি মামলা করা হয়।