সিনিয়র-জুনিয়রের দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১২:৪০ এএম

রাজধানীর বাড্ডায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত যুবক মো. তানভীর (২২) মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বুধবার রাত ১০টার দিকে বাড্ডার কবরস্থান রোড খেলার মাঠ এলাকায় ছুরিকাঘাতের শিকার হন তানভীর। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার তুরকি এলাকায়। কবরস্থান রোড এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। গ্রেফতার ব্যক্তিরা হলেন শাওন, হাবিব ও স্বাধীন।
নিহত তানভীরের মা তানিয়া বেগম বলেন, আমার ছেলে একটি ফ্রিজের দোকানে কাজ করত। বুধবার রাতে কাজ শেষে কবরস্থান এলাকা দিয়ে হেঁটে বাসায় ফিরছিল। ওই সময় স্থানীয় সিনিয়র গ্রুপের পাঁচ-ছয়জন আমার ছেলেকে ছুরিকাঘাত করে। পরে তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ ১২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে ছেলেকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। এ ঘটনায় বুধবার রাতে নিহতের বাবা সাহাদুল্লাহ ছয়জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। এরই মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অপর তিনজনকে গ্রেফতারে অভিযান চলছে।