
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ১২:৪৯ পিএম

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৭:১৯ পিএম

আরও পড়ুন
দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে ধর্ষণ মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছেন সামাজিক সংগঠন ‘সম্মিলিত নারী প্রয়াস’। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন করে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
এ সময় বক্তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি শান্তিতে নোবেল পুরষ্কার পাওয়ায় জাতি হিসেবে আমরা গর্বিত। শিশু, কিশোরী-তরুণী ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সব ধর্ষণ মামলা বিচারের মাধ্যমে ধর্ষককে উপযুক্ত শাস্তির আওতায় এনে আরও একবার শান্তি প্রতিষ্ঠা করুন।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে জুলাই-আগস্টের স্পিডে নারীরা আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।
এ সময় তারা আদর্শবান পুরুষদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ধর্ষক কোনো পুরুষ নয়, ধর্ষক হচ্ছে নরপশু।
এ সময় উপস্থিত নারীরা ধর্ষণবিরোধী নানা স্লোগান দেন।
সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি প্রফেসর ড. শামীমা তাসনীম বলেন, যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি ধর্ষণের ঘটনায় অনেক সময় আলামত নষ্ট করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে ধর্ষকরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। অনেক সময় থানায় মামলাও নেওয়া হয়নি। যদিওবা কোনো ধর্ষককে আইনের আওতায় আনা গেছে বা ঘটনা গণমাধ্যমে এসেছে, দেখা গেছে তিনি কোনো না কোনো এমপির আত্মীয় পরিচয়ে কিংবা রাজনৈতিক প্রভাবে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছেন।
ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন। তার প্রমাণ আবার দিতে হবে। আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশকে আমরা কলঙ্কিত হতে দেব না।
সংগঠনের সেক্রেটারি ড. ফেরদৌস আরা বকুল বলেন, আজ একটি পরিবারে, ঘরে শিশু নিরাপদ নয়। এ কেমন সমাজ ব্যবস্থায় আমরা এসে পড়েছি। আমাদের মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। যেখানে একজন নারী যেন ঘরে বাইরে সমান নিরাপদ বোধ করেন। আওয়ামী লীগের নৈতিকতা বিহীন শিক্ষা ব্যবস্থায় মানুষের নৈতিকতার বিলুপ্ত হয়েছে। সেজন্য সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামি সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি ইসলামি শিক্ষার বিকল্প নেই।
মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াসের সহ-সভাপতি ডা. শাহীন আরা আনওয়ারী, সহকারী সেক্রেটারি সাহেল মুস্তারি ও ইঞ্জিনিয়ার নিয়ামা ইসলামসহ সম্মিলিত নারী প্রয়াসের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে নির্মম ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আসিয়া। যে ঘটনায় সারাদেশ ফুঁসে ওঠে। এরই অংশ হিসেবে সম্মিলিত নারী প্রয়াসের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।