Logo
Logo
×

রাজধানী

লালমাটিয়ায় তরুণীকে উত্ত্যক্তকারী রিংকু গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০২:৪৪ পিএম

লালমাটিয়ায় তরুণীকে উত্ত্যক্তকারী রিংকু গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত রিংকুকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি সোমবার ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ফারুকী তার পোস্টে লিখেছেন, ‘লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে।’ এরপর তিনি গায়িকা ফারজানা ওয়াহিদ শায়ানের একটি গানের লাইন উল্লেখ করেন-

“কথা যদি কই, কখন আস্তে

কখন বলবো জোরে 

কি করে হাসবো, কি করে বসবো 

ঘুমাবো কেমন করে

তুমি বলে দেবে

কোনটা চলবে 

কোনটা চলবে না 

আমাকে তো তুমি বললে

তোমাকে কেউ কি বলবে না? 

আজ থেকে এতো কথা বলাবলি 

কিচ্ছু চলবে না!”

এর আগে, গত ২ মার্চ লালমাটিয়ায় এক চায়ের দোকানে দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান করাকে কেন্দ্র করে আপত্তি জানান রিংকু। বাকবিতণ্ডার এক পর্যায়ে তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্ছনার চেষ্টা করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগামাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অভিযুক্তের শাস্তির দাবি তোলা হয়। 

পরে এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার এক বক্তব্য ঘিরে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়। মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক বিক্ষোভ সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকাও দাহ করা হয়, সেই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়। ঘটনার জেরে তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিযুক্ত রিংকুকে গ্রেফতার করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম