ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৩:১৫ পিএম
-67cd5c342b3d2.jpg)
ঢাকায় কর্মরত জামালপুর জেলার সাংবাদিকদের সংগঠন ‘জামালপুর সাংবাদিক ফেরাম, ঢাকা’ এর ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ফোরাম সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার এম মনিরুল আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি জাতীয় দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সোহেল আহসান।
জামালপুর সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক আহমেদ দীপু প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। অন্য দুই নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সিনিয়র সাংবাদিক গোলাম মওলা ও শাহনেওয়াজ খান।
নব গঠিত কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মমিনুল হক আজাদ (সমকাল), যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম উদ দৌলা (বাংলা নিউজ), সাংগঠনিক সম্পাদক খালিদ আহসান (বিটিভি), অর্থ সম্পাদক শওকত আলী পলাশ (বিজনেস স্ট্যান্ডার্ড), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসনাত নাঈম (ঢাকা পোস্ট) এবং দপ্তর সম্পাদক পদে ফজলে রাব্বী সৌরভ (নিউজ ২৪)।
এছাড়া ফোরামের নির্বাহী সদস্য পদে ছয় জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন আফজাল বারী (আপন দেশ), মোহাম্মদ আবু সাঈদ (বাসস), উবায়দুল্লাহ বাদল (কালের কণ্ঠ), মাজহারুল আনোয়ার খান শিপু (বাসস), শাহিদুর রহমান শাহিদ (দৈনিক জনতা) এবং সজীব আহমেদ হেলাল (এনটিভি)।