শুক্র ও শনিবার বিজয়ীদের মাঝে ১০২টি পুরস্কার বিতরণ
যমুনা ফিউচার পার্কে কেনাকাটায় কোটি টাকার ঈদ উপহার

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১০:২৫ পিএম
-67cc6f6d219be.jpg)
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে ঈদ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ।
অফারের আওতায় শপিংমলের যেকোনো শোরুম থেকে সর্বনিম্ন দুই হাজার টাকার কেনাকাটা করলেই থাকছে টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিকসহ নানা ধরনের পণ্য। এই ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত। শুক্র ও শনিবার লাকি ড্রতে মোট ১০২ বিজয়ীকে উপহার দেওয়া হয়েছে। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন যমুনা বিল্ডার্সের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) ড. আলমগীর আলম।
এদিকে ক্রেতারা যাতে সহজে উপহার পেতে পারেন সেজন্য শপিংমলের সেন্টার কোর্টে গিফটের পৃথক বুথ করা হয়েছে। পণ্য ক্রয়ের রসিদ নিয়ে সেখানে থাকা কিউআর কোড দিয়ে তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা উপহার জিতলে বুথ থেকে সংগ্রহ করতে পারছেন। এতে ক্রেতাদের ঈদ আনন্দে যোগ হয়েছে নতুন মাত্রা।
যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে চলছে দেশের সবচেয়ে আকর্ষণীয় শপিং ক্যাম্পেইন কোটি টাকার ঈদ উপহার ২০২৫। প্রতি সপ্তাহেই লাকি ড্রর মাধ্যমে নির্বাচিত হচ্ছেন ভাগ্যবান বিজয়ীরা। যারা পাচ্ছেন মূল্যবান উপহার। শুক্র ও শনিবার অনুষ্ঠিত লাকি ড্রতে মোট ১০২ বিজয়ীর মধ্যে ফ্রিজ পেয়েছেন ৮, এলইডি টিভি ৪, মাইক্রোওয়েভ ওভেন পেয়েছেন ৫ জন। পাশাপাশি রাইস কুকার পেয়েছেন ৬, আয়রন ২৭, গ্যাস স্টোভ ৮, ইলেকট্রিক কেটলি ৩১ ও ব্লেন্ডার পেয়েছেন ১৩ বিজয়ী।