
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ এএম
রাজধানীতে ‘লও ঠেলা’ গ্রুপের ৮ সদস্য গ্রেফতার

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৩:৩৮ পিএম

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাং ‘লও ঠেলা’ গ্রুপের আট সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ভোর রাতে ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লও ঠেলা গ্রুপের মূলহোতা ইমরান ওরফে মাওরা ইমরান,
আজগর আলী, তাওহীদ, বিকাশ হাসান ওরফে হ্নদয়, আকাশ, জুয়েল, সাগর হোসেন, আব্বাস ও আমীর
হোসেন।
ডিবি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জাহিদুল ইসলাম জানান, সম্প্রতি
মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং সদস্যদের ছিনতাই, অস্ত্রের মহড়া, কুপিয়ে জখমসহ নানা
রকম অপরাধ কর্মকাণ্ড দেশজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। গোপন খবরে শুক্রবার ভোরে মোহাম্মদপুর
থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আলোচিত কিশোর গ্যাং লও ঠেলা গ্রুপের আট
সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতর জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কিশোর গ্যাং গ্রুপের ১০ সদস্য ভোরে
ডাকাতির জন্য একত্রিত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। তারা একসঙ্গে সমবেত হয়ে রাজধানীর বিভিন্ন
এলাকার মার্কেট, গণপরিবহণ ও বিভিন্ন অনুষ্ঠানের আশপাশে ডাকাতি করতো। কেউ তাদের বাধা
দিলে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করতো।