
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০১:৩১ এএম
রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১১:৫৪ পিএম

আরও পড়ুন
রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে মো. সিয়াম শেখ নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গেন্ডারিয়া ঢালকানগর শহীদ চেয়ারম্যানের বাড়ির সামনে একটি রিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. সিয়াম শেখ (২০)।
নিহত সিয়াম (২০) মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদি কবিরাজপুর গ্রামের মো. ইয়াকুব আলী শেখের ছেলে। বর্তমানে গেন্ডারিয়া সাধনা গলি এলাকায় পরিবার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন সিয়াম। এক বছর যাবত বিয়ে করেছিলেন। তার স্ত্রীর নাম আলো বেগম। সিয়াম ইসলামপুরে কাপড়ের দোকানের সেলসম্যানের চাকরি করতেন। দুই মাস ধরে বেকার ছিলেন তিনি।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা নিহতের ভাগিনা মো. সালমান বলেন, সন্ধ্যায় ইফতারের পর বাসা থেকে বের হয়েছিলেন সিয়াম। সেখানে ঢালকানগর এলাকায় স্থানীয় তাসিন ও তার আপন ভাই সোয়াদসহ ১৫ থেকে ২০ জন গ্যারেজের ভিতরে নিয়ে পিঠে মাথায়, পেটে ও এলোপাথাড়ির ছুরিকাঘাতে আহত করে ফেলে রেখে যায়। পরে সেখান থেকে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালমান আরও বলেন, ৩-৪ দিন আগে এলাকায় ছাত্রলীগের তাসিন, সোয়াদদের সঙ্গে কোনো বিষয় নিয়ে তর্ক-বিতর্ক ও ঝগড়া হয়েছিল। এরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের সঙ্গে পূর্ব কোনো শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।