রাজধানীতে ঈদগাহ মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

উওরা পূর্ব থানা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১১:৪৬ এএম

রাজধানীর উত্তরা আজমপুরের কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ মাঠে মেলা বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে আজমপুরের কেন্দ্রীয় মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত
হয়। মসজিদের মুসল্লি ও স্থানীয়রা মেলা বন্ধে আলটিমেটাম দিয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, কখনও এ ঈদগাহ মাঠে মেলা হয়নি। সামাজিক ও অরাজনৈতিক
প্রোগ্রাম হয়নি। হঠাৎ কিছু খারাপ চরিত্রের মানুষ জোটবদ্ধ হয়ে জোরপূর্বকভাবে মেলার
আয়োজন করছে। ইতোমধ্যে বাঁশ দিয়ে স্থাপনা নির্মাণ করে ফেলেছে। অবৈধভাবে মসজিদের ঈদগাহ
মাঠে মেলা চলবে না।