Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে ঈদগাহ মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

Icon

উওরা পূর্ব থানা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১১:৪৬ এএম

রাজধানীতে ঈদগাহ মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

রাজধানীর উত্তরা আজমপুরের কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ মাঠে মেলা বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার রাতে আজমপুরের কেন্দ্রীয় মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মসজিদের মুসল্লি ও স্থানীয়রা মেলা বন্ধে আলটিমেটাম দিয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, কখনও এ ঈদগাহ মাঠে মেলা হয়নি। সামাজিক ও অরাজনৈতিক প্রোগ্রাম হয়নি। হঠাৎ কিছু খারাপ চরিত্রের মানুষ জোটবদ্ধ হয়ে জোরপূর্বকভাবে মেলার আয়োজন করছে। ইতোমধ্যে বাঁশ দিয়ে স্থাপনা নির্মাণ করে ফেলেছে। অবৈধভাবে মসজিদের ঈদগাহ মাঠে মেলা চলবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম