Logo
Logo
×

রাজধানী

ডেমরায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা যুবক কারাগারে

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:২৩ পিএম

ডেমরায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা যুবক কারাগারে

ডেমরায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে ব্যর্থ হাবিবুর রহমান (২২) নামে গ্রেফতার যুবককে সোমবার বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার রাতে দক্ষিণ টেংরা লালশাহ মাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

হাবিবুর ওই এলাকার সিরাজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলমগীরের ছেলে। দীর্ঘদিন ধরে সে ওই নারীকে নানা অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। এতে বিরক্ত হয়ে নিরাপত্তাহীনতায় ভুগে ওই নারী রোববার রাতে হাবিবুরের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, প্রবাসীর স্ত্রী নিরাপত্তাহীনতায় ভুগে থানায় মামলা করলে হাবিবুরকে গ্রেফতার করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম