হোটেলে অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জামায়াতের

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৯:৫৪ পিএম
-67c55d8145b00-67c5d09b9e062.jpg)
রাজধানী ঢাকা মহানগরীর শাহজাদপুরে আবাসিক সৌদিয়া হোটেলে সোমবার দুপুরে অগ্নিকান্ডে ৪ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অগ্নিকান্ডে নিহতদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে এভাবে একটি হোটেলে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ৪ জন মানুষ মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আশা করি সরকার এ দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন। এবং ভবিষ্যতে যাতে আর কখনো এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে না পারে সে জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।
আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন: সোমবার গুলশান শাহজাদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন সৌদিয়া হোটেলে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত, গুলশান থানা পূর্বের আমির জিল্লুর রহমান, সেক্রেটারি আবদুল মোতালেব মঈন প্রমুখ।
জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদেরকে স্বান্তনা দেন, তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।