Logo
Logo
×

রাজধানী

বিমানের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে সড়ক অবরোধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১১:১০ পিএম

বিমানের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে সড়ক অবরোধ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন চাকরি প্রত্যাশীরা। শনিবার বিকাল তিনটার দিকে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে সাড়ে ৫টার দিকে আসাদ গেট মোড়ে সড়ক অবরোধ করেন তারা।

এতে মিরপুর রোড, মোহাম্মদপুর সড়ক ও মানিক মিয়া এভিনিউতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম বলেন, আসাদ গেট এলাকা অবরোধের কিছুক্ষণ পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। 

এদিকে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে সড়ক অবরোধের ঘটনাকে ‘অপপ্রচার’ বলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের ‘কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগ পরীক্ষা হয়। পরীক্ষা নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) মাধ্যমে। বিকাল সাড়ে ৩টার দিকে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে সড়ক আটকে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। এরপর দুটি কেন্দ্রে পরীক্ষা স্থগিত করা হয়।

পরীক্ষার ১৫টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৩১ হাজার ৯১৭ জন। দুটি কেন্দ্রের প্রশ্নপত্র বহন করা গাড়ি সড়কে যানজটে পড়ায় পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের ২২ মিনিট পরে পৌঁছায়। তখন কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা একদল মানুষ কোনো ‘উসকানি’ ছাড়াই প্রশ্ন বহন করা গাড়িগুলোকে ভেতরে ঢুকতে না দিয়ে আটকে রাখে। তারা প্রশ্ন ফাঁসের ‘প্রোপাগান্ডা’ ছড়াতে থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম