Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭ পিএম

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার

চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাসেল ওরফে টেরা রাসেল (২২), মো. সাইমুন ওরফে আকাশ (২১), আল আমিন (২৩), নুর মোহাম্মদ (২৩), মো. রাব্বি হাসান হৃদয় (২০), মো. রমজান (২৮), আবদুল রায়হান বাবু (২৫) ও নীরব (১৯)।

শুক্রবার রাতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত আট জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, এজহারভুক্ত পলাতক আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম