Logo
Logo
×

রাজধানী

রমজানে সড়ক খোঁড়াখুঁড়ি না করার অনুরোধ ডিএমপির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২ পিএম

রমজানে সড়ক খোঁড়াখুঁড়ি না করার অনুরোধ ডিএমপির

রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরীতে যানবাহনসহ মার্কেট কেন্দ্রিক জনসাধারণের চলাচল বৃদ্ধি পাবে। এতে রমজান মাসে বিভিন্ন সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ইউটিলিটি সংক্রান্ত কাজে সড়ক কেটে রাখায় যানজটের সৃষ্টি হয়। 

এবার রমজান মাসে সড়কে নতুন করে খোঁড়াখুঁড়ি না করার অনুরোধ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অধিকাংশ মানুষ সকাল ৭টা থেকে রাত ১০টার পরিবর্তে সকাল ১০টা থেকে সন্ধ্যার পূর্বেই কাজকর্ম শেষ করে বাসায় ফেরেন। ফলে রমজান মাসে সড়কে যানবাহনের চাপ থাকার সম্ভাবনা রয়েছে। তারপরও রমজান মাসে বিভিন্ন সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ইউটিলিটি সংক্রান্ত কাজে সড়ক কেটে রাখায় যানজটের সৃষ্টি হয়।

এতে বলা হয়, আগামী ২ মার্চ (সম্ভাব্য) থেকে পবিত্র মাহে রমজান মাস শুরু হবে। এ সময় রাস্তায় যানজটের কারণে অনেকেই সঠিক সময়ে কর্মস্থল, হাসপাতাল ও মার্কেটে পৌঁছুতে পারেন না। এই জনভোগান্তি হ্রাস করার জন্য রমজান মাসে ঢাকা মহানগরীর সড়ক সমূহে ইউটিলিটি সংক্রান্ত কাজ নতুন করে আরম্ভ করা সমীচীন হবে না। 

পবিত্র রমজান মাসে ঢাকা মহানগরীতে বিভিন্ন সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইউটিলিটি সংক্রান্ত কাজ নতুন করে আরম্ভ না করার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা একান্তভাবে কাম্য।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম